কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

দেশে আরো ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬৮

দেশে করোনায় নতুন করে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৮২২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ৮৬৮ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৮৭ হাজার ৯৫৯।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১টি ল্যাবে ১৪ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ১৪ লাখ ৭ হাজার ৫৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘন্টায় সনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ এবং এ পর্যন্ত সনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ এবং সনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ৯ জন। তাদের মধ্যে হাসপাতালে ৩৮ জন ও বাড়িতে ৩ জন রোগী মারা গেছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনায় দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ।

পাঠকের মতামত: