কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

আর্জেন্টিনার আকাশে ভিন্ন ধরনের মেঘ

আমরা সাধারণত তুলার মতো মেঘ দেখতেই অভ্যস্ত। কিন্তু আর্জেন্টিনার আকাশে দেখা গেলো এক অদ্ভুত ধরণের মেঘ। বাবল আকৃতির ঘোলাটে তুলার বলের মেঘ দেখে অবাক সাধারণ মানুষ।

নিমিষেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হয়ে যায় ভিডিওটি। কেউ কেউ এই মেঘ দেখে মুগ্ধ হলেও, অনেকেই ভেবেছেন এই মেঘ এসেছে পৃথিবীর বাইরে থেকে। বুধবার (২৪ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, কর্ডোবার কাসা গ্র্যান্ডের আকাশে ১৩ নভেম্বর ওই মেঘ দেখা যায়। নেটমাধ্যমে ছড়িয়ে পাওয়ার বিরল ওই মেঘ ম্যাম্যাটাস মেঘ নামে পরিচিত বলে ডেইলি মেইল জানিয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাম্যাটাস মেঘ সবচেয়ে অনন্য এবং স্বতন্ত্র মেঘ। এই মেঘ এমনভাবে গঠিত যে একটি মেঘের গোড়া থেকে একের পর এক থলিসদৃশ মেঘ বের হয়। এই মেঘ থেকে সাধারণত বজ্রপাত হয়। এই মেঘ থেকে ভারি বৃষ্টি, বজ্রপাত এমনকি শিলাবৃষ্টিও হতে পারে।

এর আগে এই মেঘ দেখা গিয়েছিল চেরনোবিল থেকে ৬০ মাইল দূরে। তবে আর্জেন্টিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে জানিয়েছে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

পাঠকের মতামত: