কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আল্লাহর আদেশ পশ্চিমেই বেশি বাস্তবায়ন হয়েছে, বললেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আল্লাহর আদেশ পশ্চিমেই বেশি বাস্তবায়ন হয়েছে। রোববার (২৭ মার্চ) রাজধানী ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জনসভায় এ কথা বলেন তিনি। খবর বিবিসি ও ডন।

 

অনাস্থা ভোট সামনে রেখে এদিন দলের নেতাকর্মী ও সমর্থকদের শক্তি প্রদর্শনের ডাক দেন পাক প্রধানমন্ত্রী। তার এই ডাকে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে জড়ো হন লাখ লাখ কর্মী ও সমর্থক।

পিটিআই’র এই শক্তি প্রদর্শনীর জনসভায় ইমরান খান বলেন, ‘আমি বলতে চাই যে এক সময় পাকিস্তানের ধর্ম-দর্শন নিয়ে আমার খুব অল্পই জ্ঞান ছিল। মাত্র ১৮ বছর বয়সে আমি বিদেশ পাড়ি জমিয়েছিলাম। এরপর আমি যখন ধর্ম বিষয়টা উপলব্ধি করতে শুরু করলাম, তখন আমার মনে হল, মহানবী হযরত মোহাম্মদের (স.) প্রতি আল্লাহর আদেশগুলো বেশি বাস্তবায়ন হয়েছে পশ্চিমে।’

বিষয়টির ব্যাখা করে ইমরান খান বলেন, ‘ব্রিটেনে জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা, বেকার ভাতা ও বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়। আমাদের নবী মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যেখানে রাষ্ট্রই জনগণের দায়িত্ব নিয়েছিল।’

আরও পড়ুন : অনাস্থা ভোটের আগে ইসলামাবাদে ইমরানের শক্তি প্রদর্শনী

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী দলগুলোর জোট পিপল’স ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। এ নিয়ে সোমবারই (২৮ মার্চ) ভোটাভুটি হতে পারে বলে মনে করা হচ্ছে।

জনসভায় এই অনাস্থা প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ইমরান খান। তিনি বলেন, ‘যেটাই ঘটুক, আমি তাদেরকে ক্ষমা করব না। এমনকি যদি আমার সরকার ক্ষমতাও হারায় কিম্বা আমার যদি মৃত্যুও হয়।’

আরও পড়ুন : পদত্যাগ নিয়ে যা বললেন ইমরান খান

অনাস্থা প্রস্তাবকে ‘বিদেশি অর্থায়নে পরিচালিত ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ে আপোষ করতে চাওয়ায় তার সরকারকে উৎখাত করতে বড় ষড়যন্ত্র করা হয়েছে।

তার ভাষায়, ‘পুরোপুরি নাটক সাজানো হয়েছে। তারা চায়, ইমরান খান জেনারেল পারভেজ মোশাররফের মতো মাথা নত করুক।

পাঠকের মতামত: