কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

আল-জাজিরার প্রতিবেদন ‘হলুদ সাংবাদিকতা’ ‘ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ’: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ (All the Prime Minister’s Men) শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটি ‘তথ্যভিত্তিক নয় এবং এটা হলুদ সাংবাদিকতা’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসঙ্গে এমন প্রতিবেদনকে ‘দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হাতিরঝিল পুলিশ প্লাজা কনকর্ডে নৌ পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আল-জাজিরা বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এ ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জবাব দিয়েছেন। তাছাড়া আইএসপিআরও বলেছে এটা ‘তথ্যভিত্তিক নয়। এটা হলুদ সাংবাদিককতা’। যেগুলো প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে, এগুলো সাংবাদিকতার নীতিতে পড়ে না। যারা এটি করেছে তাদের একটা উদ্দেশ্যে ছিল। আর এ কারণে এ ধরণের প্রতিবেদন করেছে। আমরা মনে করি, এগুলো সবই ভিত্তিহীন।’

মিয়ানমারে সেনা অভ্যুত্থান ও চলমান পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে কী ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোডিড-১৯ এ যখন সাড়া বিশ্ব স্থবির হয়ে পড়েছে তখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সমস্ত কিছুই চলছে। আমাদের ইচ্ছা ছিল সারাদেশ মিলে মুজিববর্ষ পালন করবো, কিন্তু কোভিডের জন্য আমরা সেটা করতে পারিনি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এই আয়োজনটা আরও এক বছর বর্ধিত করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে যে বঙ্গবন্ধু কর্নারটি উদ্বোধন করলাম এই বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে বঙ্গবন্ধুর আত্মদান সম্পর্কে।’

তিনি আরও বলেন, ‘নৌ পুলিশ বাহিনী একটি অসাধারণ কাজ করেছেন। পুলিশ বাহিনী সব জায়গায় এটি করছেন। পুলিশ বাহিনী বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করছে বলেই বঙ্গবন্ধু কর্ণারটি স্থাপিত হলো।’

তিনি বলেন, ‘করোনার কারণে মদ আমদানি বন্ধ, যে কারণে ভেজাল মদের উৎপাদন বাড়ছে। অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে। তাদেরকে ধরতে ডিবি পুলিশ কাজ করছে। অনেকে ইতোমধ্যে ধরাও পড়েছে।’ যারা মদ্যপান করেন, তাদেরকে ভেজাল মদ পান না করার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘দেশে উৎপাদিত কেরু কোম্পানির উৎপাদন বন্ধ হয়নি, তাই মদ্যপানে সবাইকে সতর্ক হতে হবে।’

পাঠকের মতামত: