কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ইন্টারনেট ব্যবহারে দেশে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে

দেশে মোবাইল ফোন ব্যবহারে পুরুষদের তুলনায় এগিয়ে আছে নারীরা। গত ৩ মাসে পুরুষ ও নারীর মোবাইল ফোন ব্যবহারের অনুপাত যথাক্রমে ৮৯ দশমিক ৯ শতাংশ ও ৯০ শতাংশ। অর্থাৎ নারীরা শূন্য দশমিক ১ শতাংশ এগিয়ে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫২ দশমিক ২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। মোবাইল ফোন ব্যবহারে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে রয়েছে।

সম্প্রতি প্রকাশিত বিবিএস-এর প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসেবেও পুরুষদের পেছনে ফেলেছেন নারীরা। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৯ শতাংশ নারী ও ৬৭ দশমিক ৭ শতাংশ পুরুষ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। তবে সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসেবে নারীদের চেয়ে এগিয়ে রয়েছে পুরুষেরা। ২৫ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ২৪ দশমিক ১ শতাংশ নারী সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন।

পাঠকের মতামত: