কক্সবাজার, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের আগমুহূর্তে স্পিকারের পদত্যাগ

চার দফা বিরতির পর আবারও অধিবেশন শুরু হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে। বাংলাদেশ সময় শনিবার রাত ১টার দিকে অধিবেশন শুরু হয়। এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি শুরু হয়।

এদিকে অধিবেশন শুরুর ঠিক আগমুহূর্তে পদত্যাগের ঘোষণা দেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়।

নিজের পদত্যাগের ঘোষণায় কায়সার বলেন, তিনি মন্ত্রিসভা থেকে ‘গুরুত্বপূর্ণ নথি’ পেয়েছেন, যা তিনি বিরোধী দলের নেতা এবং পাকিস্তানের প্রধান বিচারপতিকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

আসাদ কায়সার বলেন, ‘আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আমাদের দেশের পক্ষে দাঁড়ানোর প্রয়োজনে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি স্পিকার পদে থাকতে পারব না, পদত্যাগ করব। আমি প্যানেল চেয়ারম্যান আয়াজ সাদিককে অধিবেশন পরিচালনা করতে বলব।’

এর আগে, অনাস্থা প্রস্তাবের মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণের জন্য ডাকা অধিবেশনে অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার আগে একাধিকবার স্থগিত করা হয়েছিল।

পাঠকের মতামত: