কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টেকনাফে প্রায় ১ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারী আটক

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ৩২ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

রবিবার বিকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকায় একটি পানের দোকানে পাচারের উদ্দেশ্যে ইয়াবা মজুদ রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি’র আওতাধীন হ্নীলা বিওপির একটি অভিযানিক দল তল্লাশি করে দোকানে লুকানো অবস্থায় ইয়াবা ভর্তি একটি বড় আকারের প্যাকেট পায়। প্যাকেটটি খুলে গনণা করে প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৩২ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার জহুর আলমের ছেলে রাশেদ মিয়া (১৯) আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: