কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ঈদে ৩৩ হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

প্রধানমন্ত্রীর ঈদের উপহার হিসেবে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) ৩২ হাজার ৯০৪ পরিবারকে ঘর দেওয়া হবে। ওইদিন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এই ঘর নির্মাণ করা হয়েছে। এ ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যে কারণে ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেওয়া হয়েছে। দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে তাদের। এর সঙ্গে রান্নাঘর ও টয়লেট ছিল। আঙিনায় হাঁস-মুরগি পালন ও শাক-সবজি চাষেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত: