কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‍্যাব–১৫। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশি অস্ত্র, চারটি কার্তুজ ও সাতটি খালি খোসা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কলিম উল্লাহ (২৬)। তিনি উখিয়ার পালংখালীর থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের বশির আহমদের ছেলে।

র‍্যাব-১৫–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় শীলেরছড়া এলাকায় ইয়াবা কারবারিরা অবস্থান করছে, এমন তথ্য আসে। এরপর র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। তখন পালানোর সময় একজনকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে চারটি কার্তুজ, সাতটি খালি খোসাসহ একটি দেশি অস্ত্র পাওয়া যায়।

তিনি মাদক কারবারের পাশাপাশি অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত বলে স্বীকার করেছেন। তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার ব্যক্তিকে আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: