কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

উখিয়ার ইয়াবা সুন্দরী তাহমিনা জামিনে মুক্ত হয়ে ফের বেপরোয়া

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া গ্রামের জালাল উদ্দীন প্রকাশ ইয়াবা জালুর স্ত্রী তাহমিনা আক্তারকে গত ২১ সালের ২৩ এপ্রিল রাত আড়াইটার দিকে উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবা সহ আটক করে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করেন। যার মামলা নং – ৫৬।

সম্প্রতি ইয়াবা সুন্দরী তাহমিনা আক্তার জেল থেকে জামিনে মুক্ত হয়ে জালু সিন্ডিকেটের ইয়াবার রমরমা বানিজ্য চালিয়ে উক্ত বলে অভিযোগ উঠলেও দেখার কেউ নেই।

স্থানীয়রা বলেন, তাহমিনা আক্তার জামিনে মুক্ত হলেও তার স্বামী ইয়াবা জালু জেল হাজতে থাকলেও থেমে নেই তাহমিনার ইয়াবা বানিজ্য। তাই অতি শিঘ্রই তাহমিনা আক্তারকে গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির আওতায় নিয়ে আসার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। আমরা প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। প্রায় প্রতিদিনই মাদক আটকের ঘটনা ঘটছে। মাদক ব্যবসা করে কেউ পার পাবেনা, আমরা কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেবোনা।

পাঠকের মতামত: