কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উখিয়ার ক্যাম্পে ৩০ লক্ষ টাকার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ক্যাম্প-১০ জি-৩০ ব্লকে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮-এপিবিএন) সদস্যরা।

সোমবার (১০ অক্টোবর) রাতে ১০নং রোহিঙ্গা ক্যাম্পের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷

আটককৃত রোহিঙ্গারা হলেন, ১০নং ক্যাম্পেট জি-১৫ ব্লকের মৃত কালা মিয়ার ছেলে মোঃ জয়নাল (৩২) ও মৃত হোসেনের ছেলে বক্কর উদ্দিন আহাম্মদ৷

আটকের বিষয়টি নিশ্চিত করেন ৮-এপিবিএন সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ ফারুক আহমেদ৷ এসময় তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি-৩০ ব্লকস্থ মসজিদ সংলগ্ন কাঁচা রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে৷

উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা দুই আসামিদের কে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত: