কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উখিয়ার ঘাট বিট কর্মকর্তার কামরুল হাসানের নৈরাজ্য

বিশেষ প্রতিনিধি::

উখিয়া বন রেঞ্জের আওতাধীন উখিয়ার ঘাট বনবিটের শীর্ষ দুর্ণীতিবাজ বিট কর্মকর্তা কামরুল হাসান বিটে যোগদান করার পর থেকে এলাকার চিহ্নিত ভুমিদস্যুদের সাথে আতাঁত করে সরকারি বনভুমির জায়গা বেছা-বিক্রি ও স্থাপনা নির্মানে সহযোগিতা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও রহস্য জনক কারণে বন রেঞ্জের দায়িত্ব প্রাপ্ত কর্তাবাবুরা রয়েছে নিরব দর্শকের ভুমিকায়।

শনিবার সকাল ১১ টার দিকে সরজমিন বালুখালীর ছড়া এলাকার মৃত শফি উল্লাহর ছেলে চিহ্নিত ভুমিদস্যু নবী হোসেন জানান, সে বিট কর্মকর্তাকে লাখ দিয়ে স্থাপনা নির্মান করে যাচ্ছে। সে আরো বলেন, বিট কর্মকর্তাকে টাকা দিয়ে বিট অফিসের পাশেও স্থাপনা করতেছে, সবাই যদি বন বিভাগকে টাকা দিয়ে স্থাপনা করতে পারে তাহলে আমি কেন পারবোনা।

এব্যাপারে, অভিযুক্ত বিট কর্মকর্তা কামরুল হাসান অবৈধ স্থাপনা নির্মানের সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত: