কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নভেম্বরে ৯৩ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ঃকক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকা থেকে নভেম্বর মাসে  বিভিন্ন মামলার ৯৩ রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে আটকের সময় বিপুল পরিমাণ মাদক,স্বর্ণ, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে ০৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার জানান, গত মাসে বিশেষ অভিযানে   ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত মাদকবিরোধী সহ অন্যান্য অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এসময় মোট ১৫৯ টি সফল অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ৫৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা,৪৭ ভরি স্বর্ণ, ৩৬৯০০০ বাংলাদেশী টাকা, ২ রাউন্ড গুলি,২৩ টি হাসুয়া জব্দ করা হয়। এসব অভিযানে মোট ৯৩ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।এসময় বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ পন্য সহ কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়।

তিনি আরো জানান, আমাদের অভিযান চলমান থাকবে এবং আগামী দিনগুলোতে আরও বেগবান হবে।

পাঠকের মতামত: