কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ রফিক নামের (১৬) এক রোহিঙ্গার বসতঘরে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ঘটনায় জড়িত থাকায় মোহাম্মদ রফিককে গ্রেফতার করা হয়েছে। সে রোহিঙ্গা ক্যাম্প-১৩ ব্লক- ডি/২ এর মৃত সালামের ছেলে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৩ এর ডি/২ ব্লকে কিশোর অপরাধী এফডিএমএন সদস্য মোহাম্মদ রফিকের বসতঘরে অভিযান পরিচালনা করে ৪ চার হাজার পিস এমফিটামিনযুক্ত ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মোহাম্মদ রফিককে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তীতে তাকে আটক করে জব্দকৃত আলামতসহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত: