কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা দূত

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশেদ হোসাইনের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়া কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্প ১/ইস্ট পরিদর্শনকালে ব্র্যাক অফিসে অনুষ্ঠিত এক সভায় যোগ দেন।

এ সময় বেসরকারি সংস্থা ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে জানেন এবং ক্যাম্পে অবস্থানরত সব হিন্দু সম্প্রদায়ের ধর্মীও ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয় নিয়েও আলোচনা করেন। এ ছাড়াও ১৪ এপিবিএনের কর্মকাণ্ড ও ক্যাম্প নিরাপত্তা নিয়ে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে দুপুর ১২টার দিকে তারা কোনাপাড়ার উদ্দেশে হিন্দু ক্যাম্প ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

বিকালে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এবং পরে ইউএনএইচসিআর-আইএসসিজি কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর ঢাকায় ফেরেন বলে জানিয়েছেন কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্র।

পাঠকের মতামত: