কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি হত্যাকাণ্ড; গ্রেফতার ৩

উখিয়ার বালুখালী ১৮ নাম্বার ক্যাম্পে হেড মাঝি মোঃ আজিমুল্লাহ (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এজাহার নামীয় ৩ জন আসামিকে আটক করেছে এপিবিএন-৮।

শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ক্যাম্প-১৯ এর ব্লক এ/৮ এর বাসিন্দা মৃত-মোঃ সলিমের ছেলে মোঃ হাসিম (৪০), ক্যাম্প-১৬ এর ব্লক-ডি/৬ এর বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে মোঃ জাবের (৩২) ও একই ক্যাম্পের ব্লক-সি/৬ এর বাসিন্দা মৃত আবুল কাসিমের ছেলে মোঃ ইলিয়াছ (৪০)।

বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, গত ৯ জুন এফডিএমএন ক্যাম্প ১৮ এর বি ব্লক এর হেড মাঝি আজিম উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৩ জন এজাহার নামীয় আসামিকে অভিযান চালিয়ে নিজ নিজ ব্লক থেকে গ্রেফতার করা হয়েছে।

বাকী আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আজিম উদ্দিন নিহতের ঘটনায় স্ত্রী সমসিদা (৩৬) বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ১৫ জনকে এজাহার নামীয় আসামি এবং ১৫/২০জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।

পাঠকের মতামত: