কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ার লোকালয়ে বন্য হাতি

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা::
কক্সবাজারের উখিয়ার পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছে দুটি বন্য হাতি।
থাইংখালি তেলখোলা বটতলি এলাকার একটি পাহাড় থেকে বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০ দিকে হঠাৎ লোকালয়ে হানা দেয় বন্য হাতি দুটি। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। হাতি দুটি দেখতে ভিড় করেছেন তারা।
স্থানীয় লোকজন বন বিভাগকে হাতি দুটি সম্পর্কে জানানো হলে থাইংখালি বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিব হোসাইনের নেতৃত্বে একটি টিম হাতিগুলোকে ধাওয়া দিয়ে পাশের বনে তাড়িয়ে দেয়।
স্থানীয় মো. আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার আনুমানিক সকালে হাতিগুলো প্রথমে একটি ছড়ার পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে সেখান থেকে গ্রামবাসী স্থানীয় থাইংখালি বিট কর্মকর্তাকে খবর দিলে পরে বিট কর্মকর্তার একটি টিম সহ গ্রামবাসী ধাওয়া দিলে হাতি গুলোকে বনের দিকে চলে যায়।
এদিকে, হাতি দুটি বনের দিকে চলে গেলেও আশঙ্কা কাটেনি এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দা একরামুল হক জানান, হাতি গুলো খাবারের খোঁজে এসে সম্ভবত দলছুট হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছে। হাতিটি আবারও লোকালয়ে এসে তাণ্ডব চালাতে পারে। আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় ও চলাচলের পথ হারিয়ে সাধারণত বন্য হাতিগুলো লোকালয়ে ঢুকে পড়ে। এতে আক্রান্ত হন বাসিন্দারা। পাশাপাশি মানুষের হাতে মারাও পড়ছে হাতি।
থাইংখালি বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিব হোসাইন জানান, থাইংখালী তেলখোলা বটতলী এলাকায় দুইটি বন‍্য হাতি চলে এসেছে এই খবর পেয়ে কক্সবাজার দক্ষিন বন বিভাগ এবং উখিয়া রেঞ্জ কর্মকর্তাকে জানিয়ে স্থানীয় লোকজন, ERT টিমের  সদস‍্য, সংশ্লিষ্ট ভিলেজার-হেডম‍্যান, থাইংখালী বিট, ওয়ালা বিট কর্মকর্তা, দোছড়ি বিট কর্মকর্তা সহ সকলের  প্রচেষ্টায় বন‍্য হাতি দুটিকে নিরাপদে ধাওয়া দিয়ে পাশের বনে তাড়িয়ে দেওয়া হয়েছে৷
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম জানান, সকালে তেলখোলা এলাকায় দুটি বন্য হাতি লোকালয়ে চলে এসেছে খবর পেয়ে থাইংখালি বিট কর্মকর্তা রাকিব হোসাইনের নেতৃত্বে অন্যান্য বিট কর্মকর্তার সহযোগিতায় হাতি দুটিকে বনে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে৷

পাঠকের মতামত: