কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ায় অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা, আহত ১

বিশেষ প্রতিনিধি::

উখিয়ার হরিণমারা বসতবাড়ি সংলগ্ন খাল থেকে ড্রেজার মেশিনং দিয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়া প্রতিপক্ষরা রাখাল চন্দ্র দে নামের বাড়ির মালিককে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ করলে নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ ঘটনাটি তদন্ত পূর্বক অবৈধ বালি উত্তোলন কারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার ভুমি ও উখিয়া থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছে।

অভিযোগে জানাজায়, হরিণমারা খাল থেকে সৈয়দ করিম নামের এক যুবক দৃর্ঘদিন ধরে অবৈধ বালি উত্তোলন করে আসছিলো। রাখাল চন্দ্র দে এর অভিযোগ নির্বিচারে বালি উত্তোলনের ফলে তার বাড়িঘর ভিটেমাটি নদিগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। এনিয়ে স্থানীয় ভাবে সালিসি বৈঠকে স্থানটি ইউপি সদস্য শাহ জানাহসহ পাঁচ জন গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট ভবিষ্যতে এধরণের অপকর্ম না করার জন্য অঙ্গিরাক করলেও তা মানা হচ্ছে না। বর্তমানে ঐ প্রভাবসালি চক্র তাকে মারিবে কাটিবে মর্মে হুমকিধুমকি প্রদর্শন করবে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা শিখার করেছে।

পাঠকের মতামত: