কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

উখিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ: আটক ২, ৪০ হাজার টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় অবৈধ ও চোরাই বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চারজনকে ৪০ হাজার টাকা অর্থদন্ড এবং দুজনকে একমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷

বুধবার (৬ জুন) উপজেলা বিভিন্ন এলাকায় সারাদিন এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বে দেন উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, উপজেলা বিভিন্ন এলাকায় কক্সবাজার র‍্যাব ১৫ এর হোয়াইক্ষ্যং ক্যাম্প (সিপিসি-২) এর সহযোগিতায় এবং উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের যৌথ অভিযান পরিচালনা করা হয়৷

কারাদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন, জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া গ্রামের শামশুল আলমের ছেলে মোহাম্মদ আয়াছ (৩০) ও রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া গ্রামের মোহাম্মদ আয়াছের ছেলে হারুনর রশীদ (৪৪)।

এদিকে উখিয়া পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ ইব্রাহিম বলেন, উপজেলায় এ ধরনের অভিযান চলমান থাকবে৷

পাঠকের মতামত: