কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

উখিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা::

কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে ১০ ঘটিকায় উখিয়া উপজেলা শহিদ মিনার থেকে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুনের নেতৃত্বে র‌্যালি শুরু হয় এবং সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়৷

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসাইন সজিব এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নারী ভাইস চেয়ারম্যান কামরুনেসা বেবী, উখিয়া থানার উপ পরিদর্শক মোঃ মতিউর রহমান প্রমুখ৷

এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: