কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় এপিবিএনের ইউনিফর্মসহ ‘আরসা’ নেতা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ ওয়েস্টের বি ব্লকে অভিযান চালিয়ে অস্ত্র, এপিবিএনের ইউনিফর্ম এবং সেনাবাহিনীর জুতাসহ কথিত ‘আরসা’ নেতা জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধানকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেপ্তার ব্যক্তি ক্যাম্প ২ ইস্টের বি-ব্লকের বাসিন্দা বশীর আহমদের ছেলে আবু ছিদ্দিক।

মঙ্গলবার (৫ এপ্রিল) গভীর রাতে কুতুপালং বালুরমাট ক্যাম্প পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক। পূর্বকোণকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাট ক্যাম্প পুলিশের সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি, ১ টি এপিবিএনের ইউনিফর্ম ও সেনাবাহিনীর জুতা উদ্ধার করে।

তিনি আরও বলেন, সে এপিবিএন এর ইউনিফর্ম সংগ্রহ করেছে রোহিঙ্গা ক্যাম্পে সাংগঠনিক কাজ করার জন্য। এপিবিএন কমব্যাট ইউনিফর্ম নিয়ে রাতে সাংগঠনিক কাজ করলে সুবিধা পাবে, যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ দায়িত্ব পালন করে আসছে।

নাইমুল হক বলেন, ধৃত রোহিঙ্গা কথিত আরসা নেতার জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুপার নাইমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন।

পাঠকের মতামত: