কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কার্যকর জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের

উখিয়ায় করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক::

কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বেলা ১১ টায় রাজাপালং ইউনিয়ন পরিষদের হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার মন্ত্রী মো তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশ আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ-সচিব) শ্রাবন্তী রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ইউপি সদস্য হেলাল উদ্দিন, সালাহ উদ্দিন, সরওয়ার কামাল পাশা, আব্দুল হক, রুমান ও মহিলা ইউপি সদস্য খুরশিদা বেগম, কমরুনেছা ও গ্রাম পুলিশ এবং উপকার ভোগী প্রমুখ৷

এসময় প্রধান অতিথি মো তাজুল ইসলাম বলেন, করোনা মহামারি মোকাবেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারি ও জনপ্রতিনিধি ও উপকার ভোগীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হচ্ছে।

পাঠকের মতামত: