কক্সবাজার, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় করোনা শনাক্ত ২০ জন রোগির পরিচয়

শহিদুল ইসলাম::  

কক্সবাজারের উখিয়ায় বিশজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বেশির ভাগ রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এনজিও সংস্হার  লোকজন। এছাড়া উখিয়ার ঘিলাতলী গ্রামের  একই পরিবারের পাঁচজন। এসমস্ত বাড়ী গুলো লকডাউনের আওতায় আনার দাবী জানান

উখিয়া হাসপাতাল সূত্রে জানা যায়, ২০ জনের মধ্যে আছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্হার দুইজন চিকিৎসক, ছয় জন নার্স ও স্বাস্থ্য সহকারী, আইন শৃঙ্খলা বাহিনীর দুইজন সদস্য, উখিয়া হাসপাতালের তিনজন নার্স, মসজিদের একজন ইমাম ও একই পরিবারের পাঁচজন। ওই পরিবারের  ৫ বয়সী ও ৫ মাসের দুইটি শিশু আক্রান্ত হয়।
করোনা  রোগিরা হলেন আন্তর্জাতিক  অভিবাসন সংস্হার দুইজন চিকিৎসক, তাদের তিনজন নার্স ও স্বাস্থ্য সহকারী, এম এস এফ হাসপাতালের তিনজন স্বাস্থ্য  সহকারী, আইন শৃঙ্খলা বাহিনীর  দুইজন, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন নার্স, উখিয়ার একটি মসজিদের ইমাম ও উখিয়ার ঘিলাতলী গ্রামের  একই পরিবারের ৫ জন আছেন। এ ব্যাপারে উখিয়া উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা:রন্জন বড়ুয়া বলেন আক্রান্তের বেশির ভাগ চাকুরীজীবি। তাদের কে আইসোলেশন সেন্টারে আনার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: