কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কথা দিয়ে কথা রাখলেন..

উখিয়ায় গরীব মেধাবী ছাত্রীর পাশে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

নিজস্ব প্রতিদেবক::

কক্সবাজারের উখিয়ায় গরীব অসহায় মেধাবী ছাত্রী ফরিদা আক্তারের পাশে দাঁড়ালেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী৷ উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে এসএসসির ফর্ম পূরণ করতে পারছিলেন না রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুফিজ আলমের কন্যা ফরিদা আক্তার।

চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী গত ১৫ এপ্রিল একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন “কোন মেধাবী শিক্ষার্থী যদি টাকার অভাবে এসএসসির ফর্ম পূরণ করতে না পারে আমাকে জানাবেন, তাদের পাশে থাকবো”৷ এমন বক্তব্যের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশের পর বিষয়টি নজরে আসে মুফিজের৷ পরে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সাথে যোগাযোগ করা হলে চেয়ারম্যান নগদ অর্থ সহায়তা প্রদান করেন বলে জানিয়েছেন ছাত্রীর পিতা মুফিজ আলম৷

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ফরিদা আক্তারের এসএসসির ফর্ম পূরণ হওয়ার জন্য যে টাকার প্রয়োজন নিজস্ব তহবিল থেকে দিয়েছি। ভবিষ্যতে তার উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মেধাবী ছাত্রীর পিতাকে ডেকে ফর্ম পূরণ হওয়ার জন্য নগদ অর্থ সহায়তার বিষয়টি নিশ্চিত করি৷

তিনি আরও বলেন, অসহায় হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা ভর্তি এবং ফর্ম পূরণ করতে না পারলে আমি তাদেরকে সহযোগিতা করব৷

পাঠকের মতামত: