কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

উখিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আ’লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট সকল শহীদদের স্মরণে ও জাতীয় শোক দিবসের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বিকেলে উখিয়া প্রাইমারি স্কুলের হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা৷

উক্ত বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন খান, কাজী আক্তার উদ্দিন টুনু, রিয়াজুল হক রিয়াজ, নুরুল হক খান, এম এ মনজুর, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক এড এটিএম রশিদ, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মো আলমগীর, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসরাফ জাহান চৌধুরী কাজল ও সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মুশাররফ হোসেন, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দু শুক্কুর মেম্বার, যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনী, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহিম সহ প্রমুখ৷

উক্ত অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় শোক দিবসের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এরপরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়৷ মোনাজাত পরিচালনা করেন মওলানা জাফর আলম৷

পাঠকের মতামত: