কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

উখিয়ায় দুইটি অবৈধ সমিল উদ্ধার

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা ডটকম::

উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভুমি তাজ উদ্দিন ও উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে পুলিশ ও বনপ্রহরী যৌথ অভিযান চালিয়ে দুইটি অবৈধ সমিল উদ্ধার করে।

গতকাল রবিবার (৮ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজাপালং ইউনিয়নের হাজির পাড়াস্থ ঘুনারপাড়া এলাকায় অভিযান শুরু করলে মিল মালিক সিন্ডিকেট সমিল তুলে নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়। পরে পুলিশ ও বনপ্রহরী কৌশলে সমিলটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রত্নাপালং ইউনিয়নের কোট বাজারস্থ ঝাওতালা এলাকায় অভিযান চালিয়ে আরও একটি সমিল উদ্ধার করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি তাজ উদ্দিন জানান, ক্রমান্বয়ে এই উপজেলায় বিভিন্ন স্থানে যেসব অবৈধ সমিল সরকার বনসম্পদ ধংস করছে তা উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: