কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফারুক আহমেদ::
নানা আয়োজনের মধ্য দিয়ে উখিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব।
সোমবার ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম।
প্রধান আলোচক ছিলেন, বাংলা একাডেমির আজীবন সদস্য কবি আদিল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, ও উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিত তালুকদার।
বক্তব্য রাখেন উখিয়া হাসপাতালের মেডিকেল অফিসার আফিফা জাহান রুশনী, এনজিও প্রতিনিধি শাহরিয়া পারভিন লাকী ও সাদিক রহমান, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার , অনলাইন প্রেস ক্লাব সভাপতি শফিক আজাদ মেম্বার খোরশিদা বেগম ও মেম্বার জয়নাবআরা। অনুষ্ঠান পরিচালনা করেন মেধু বড়ুয়া।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি নারী সংগঠনের নেত্রীবৃন্দ, সাংবাদিক ও এনজিও কর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: