কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উখিয়ায় নারীর প্রতি সহিংসতা কমাতে ছাত্র ছাত্রীদের ছাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় নারীর প্রতি সহিংসতা কমাতে ইউএনএফপিএ-(UNFPA) এর অর্থায়নে Emergency Multi-sector Rohingya Crisis Response Project-(EMCRP) প্রজেক্টের উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার এর উদ্যোগে ছাতা বিতরণ করা হয়েছে৷

বুধবার (৩১ আগস্ট) বিকেলে পালং উচ্চ বিদ্যালয়ে দুইশত ছাত্র ছাত্রীদের এই ছাতা বিতরণ করা হয়৷

উক্ত ছাতা বিতরণ অনুষ্ঠানে পালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা। এসময় উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজার এর সিনিয়র কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সদস্য আব্দুল্লাহ আল আজিজ, মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, শফিউল শাহিন সহ স্কুলের শিক্ষা-শিক্ষিকা, মুক্তি কক্সবাজার এর কর্মী প্রমুখ।

মুক্তি কক্সবাজারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা বলেন, মুক্তি কক্সবাজার যে কোমলমতি ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে ছাতার ব্যবস্থা করার জন্য কৃতজ্ঞ।

পাঠকের মতামত: