কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উখিয়ায় পথচারী ও এনজিওকর্মীকে জরিমানা!

শফিক আজাদ, উখিয়া::

করোনা সংক্রমণ রোধে রবিবার রাত ১২টার পর থেকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২,৫,৬ ও ৯ এবং পালংখালী ইউনিয়নের ১,৪ ও ৫ নাম্বার ওয়ার্ডের (আংশিকসহ রত্নাপালং ইউনিয়নের জনবহুল ব্যস্ততম স্টেশন কোটবাজারকে রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়নে ৮টি নির্দেশনাও প্রদান করা হয়। কিন্তু এসব নির্দেশনা তোয়াক্কা না করে লকডাউন অমান্য করায় কোটবাজার,উখিয়া,বালুখালী, কুতুপালং এবং থাইংখালী স্টেশনে বেশ কিছু পথচারী, দোকান মালিককে গুনতে হয়েছে জরিমানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রেড জোন এলাকায় চলমান লকডাউন অমান্য করায় কয়েকজন এনজিও কর্মী, পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বিশেষ অহেতুক ঘুরাঘুরি, মুখে মাস্ক না পড়ায় এসব জরিমানা দিতে হয়েছে তাদের।

তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরী এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান মাঠে রয়েছেন বলে সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত: