কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উখিয়ায় পালং জেনারেল হাসপাতাল উদ্বোধন, চলছে ৩ দিন ফ্রী চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় আন্তর্জাতিকমানের পালং জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর ২০২০) সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন বড়ুয়া, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হক আজাদ, সার্জন ডাক্তার আবদুল ওয়ালিদ, পরিচালক (প্রশাসন) নুরুল আবছার ও প্রধান সমন্বয়ক নুরুজ্জামান (ভাক্কা) সহ প্রমুখ।

এতে পালং জেনারেল হাসপাতালে পরিচালক জিয়াউল হক আজাদ বলেন, ২৪ ঘন্টা জরুরি বিভাগ, অত্যাধুনিক ডিজিটাল ল্যাবরেটরি, ডিজিটাল এক্স-রে সহ নানা সুবিধা সম্বলিত ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রোগীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন বিশেষজ্ঞ ডাক্তারগণ।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, উদ্বোধন উপলক্ষে তিনদিন স্থানীয়দের দেওয়া হবে ফ্রী চিকিৎসা সেবা।

কুতুপালং স্থানীয় বাসিন্দা ও প্রত্যাশার সভাপতি মিজানুর রহমান বলেন, কুতুপালং রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন পর উন্নতমানের হাসপাতাল হওয়ায় উন্নত চিকিৎসা সুবিধা পাবে বলে আমরা আশাবাদী।

পাঠকের মতামত: