কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

উখিয়ায় প্রশাসনের অভিযানে সাড়ে ৫ মেট্রিক টন ভিজিডি’র চাল উদ্ধার

সরকারের ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম-ভিজিডি কর্মসূচি’র আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বরাদ্ধকৃত সাড়ে ৫ মেট্রিক টন চাল উদ্ধার করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আব্দুস ছালামের পুত্র জয়নালের মালিকাধীন একটি গুদামে ১৮১ বস্তা চাল অবৈধ পন্থায় বিক্রির জন্য মজুদ রাখা এসব চাল জব্দ করে উখিয়া উপজেলা প্রশাসন।

অভিযানের নেতৃত্বে ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

তিনি জানান, “পালংখালী এলাকায় ভিজিডি চালের বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে বিক্রির মজুদকৃত চাল উদ্ধার করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এব্যাপারে উখিয়া থানায় বিশেষ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন তিনি।

পাঠকের মতামত: