কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়ায় ফের অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার,আটক ১

উখিয়া কুতুপালং বাংলাদেশ টেলিভিশন উখিয়া উপকেন্দ্র গেইট সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-১৫।

তথ্যসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বাংলাদেশ টেলিভিশন উখিয়া উপকেন্দ্র গেইটের সামনে কক্সবাজার টু টেকনাফ পাঁকা রাস্থার পশ্চিম পাশে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং তার আচরন সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক করে আসামীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী চালিয়ে ১০,০০০ পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রায়।

আটকৃত ফরিদ উল্লাহ (২০) (রোহিঙ্গা), পিতা- সলিম উল্লাহ, মাতা-নুরাংগিছ বেগম, সাং- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১১ ব্লক -এ , হেড মাঝি-আইয়াছ, সাব মাঝি-নুর মোহাম্মদ।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া অফিসার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী

পাঠকের মতামত: