কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে চিরতরে বন্ধু সংগঠনের বর্ষপূর্তি উদযাপন

ফারুক আহমদ, উখিয়া::

চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ এর ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে   রেলী ও আনন্দ মিছিল শুরু করে   কোটবাজার হতে রত্না পালং ইউনিয়ন পরিষদে শেষ হয়।

 পরে বেলা ২ টায় রত্নাপালং ইউনিয়ন পরিষদ চত্বরে   বর্ষপুর্তি অনুষ্ঠানের আলোচনা সভা  আছে ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত  করেন অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা  মাহমুদুল হক ফারুকী। শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ,আহমদ সনজুর মোরশেদ অফিসার ইনচার্জ উখিয়া থানা। প্রধান অতিথি ছিলেন , মোঃ খাইরুল আলম চৌধুরী চেয়ারম্যান ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , অধ্যপক আলমগীর মাহমুদ বিভাগীয় প্রধান সমাজ বিজ্ঞান উখিয়া ডিগ্রি কলেজ।  আমন্ত্রিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন এস এম আনোয়ার হোসেন সভাপতি উখিয়া প্রেস ক্লাব ,  কমরুউদ্দিন মকুল সাধারণ সম্পাদক উখিয়া প্রেসক্লাব,    সাবেক সাধারণ সম্পাদক  সাংবাদিক  ফারুক আহমদ , এডভোকেট আব্দুর রহিম কক্সবাজার দায়রাজজ আদালত, ও আব্দুল মজিদ এ এসআই নাইক্ষ্যংছড়ি থানা।
 স্বাগত বক্তব্য  রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  আনোয়ারুল ইসলাম,  মোস্তাক আহাম্মদ উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি।
বক্তব্য রাখেন,   রাশেল উদ্দিন সভাপতি কক্সবাজার জেলা শাখা। মোহাম্মদ রুবেল, এম এ মোজাম্মেল হকে। তাজুল ইসলাম  চৌধুরী , আয়েশা আক্তার রিনা,জসিম উদ্দিন, মোওলানা সৈয়দ কাশেম, শফিউল আলম। বক্তারা মাদকমুক্ত সমাজ বিনির্মাণে দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করে বলেন এলাকার  স্থানীয় শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কে  রোহিঙ্গা ক্যাম্পে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেয়ার দাবি জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কে সম্মাননা ক্রেস্ট   প্রদান করা হয় ।
সঞ্চলনায় ছিলেন রফিক আহাম্মদ।  কোরআন তেলওয়াত করেন  মোওলানা হারুনর রশিদ নূরী ধর্মবিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি।এতে আরো বক্তব্য রাখেন অত্র সংগঠনের শাখা প্রধান নেত্রীবৃন্দ।

পাঠকের মতামত: