কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

উখিয়ায় মাটিভর্তি দুই ডাম্পার জব্দ

জাহিদ হাসান::
উখিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির সময় মাটিভর্তি দুটি ডাম্পার গাড়ি (মিনি ট্রাক) জব্দ করেছে বনবিভাগ।
বুধবার (১০ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এর নেতৃত্বে বিট কর্মকর্তা বজলুর রশিদ ও বনপ্রহরীদের সাথে নিয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, উখিয়া উপজেলার মধুরছরা ও মাশকারিয়া হাতিমুরা উখিয়া রেঞ্জের আওতাধীন দুটি সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে মাটিভর্তি দুটি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করা হয়। এবং মাটিভর্তি ট্রাকগুলো জব্দ করার সময় পাহাড় খেকোরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনামতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: