কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উখিয়ায় মাথা গোঁজার ঠাঁই পেলো আরো ১০০ পরিবার

কক্সবাজারের উখিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে মাথা গোঁজার ঠাঁই হলো আরোও ১০০ পরিবারের।
মহান স্বাধীনতা দিবস ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপহারের ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উদ্বোধনের মধ্যদিয়ে দেশের ৩৯ হাজার ৩শ’ ৬৫ টি পরিবার খুজে পেলেন স্বপ্নের ও আস্থার ঠিকানা।
একই সময় উখিয়া উপজেলার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ১০০ জন উপকারভোগীদের হতে জমির দলিল, নামজারী পর্চা, সনদ তুলে দেওয়া হয়।
এসময় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবু সুফিয়ান, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল মামুন ও ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সহ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিভির মাধ্যমে সংযুক্ত হয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

পাঠকের মতামত: