কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

দর্শক রোহিঙ্গা...

উখিয়ায় মাদকমুক্ত সমাজ গড়তে ইয়াবা কারবারির ফুটবল খেলার আয়োজন

নিজস্ব প্রতিবেদক::

যেখানে খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। সেখানে উল্টো মাদক কারবারি আয়োজন করেছে খেলাধুলা। আর খেলার দর্শক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়ার বিভিন্ন ক্যাম্পের শতশত রোহিঙ্গা৷ বলছিলাম কক্সবাজারের উখিয়ার বালুখালী ফজল কাদের চৌধুরী ভুট্টো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নাম দিয়ে আয়োজন করেছে মাদক মামলাসহ ৬টি মামলার আসামি আলমগীর আলম৷

গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, শতশত রোহিঙ্গা অবাদে ক্যাম্প থেকে বের হয়ে বালুখালি খেলা দেখতে এবং খেলতে আসছেন৷ খেলা শেষে সেখান থেকে কেউ কেউ বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে যাচ্ছে৷ এরফলে আতঙ্কে রাত কাটাচ্ছে স্থানীয়রা৷

স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গাদের অবাদ বিচরণের ফলে আমাদের বাড়ির আঙ্গিনায় কিছুই রাখতে পারতেছি না৷ তারা খেলা দেখে ক্যাম্পে ফেরার সময় সবকিছু চুরি করে নিয়ে যায়৷ এই খেলা বন্ধ না হলে আমাদের ঘরও চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷

বালুখালী ফজল কাদের চৌধুরী ভুট্টো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন কারী আলমগীর আলম মাদক মামলা আসামির কথা শিখার করে বলেন, “আমার থেকে সবগুলো ডাকাতি মামলা শুধু একটি মাদক মামলা৷ এখনে স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গারাও খেলতে এবং দেখতে আসছেন৷”

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, “রোহিঙ্গারা ক্যাম্পের বাহিরে এসে খেলা বা দেখা দেখার অনুমতি নেই৷ কিন্তু ক্যাম্পের দায়িত্বরতদের অবহেলায় রোহিঙ্গারা ক্যাম্পে থেকে বের হতে পারছে৷ আর এই খেলার আয়োজকের ব্যাপার আমার জানা ছিল না৷ না হয় আমি খেলা উদ্বোধন করতে যাইতাম না৷”

এদিকে ফজল কাদের চৌধুরী ভুট্টো বলেন, “এলাকা মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই বালুখালীতে এই খেলার আয়োজন করা হয়েছে৷”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, রোহিঙ্গাদের নিয়ে খেলা পরিচালনা করার অনুমতি কাউকে দেওয়া হয়নি যদি কেউ উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এমন কর্মকাণ্ড করে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

উখিয়া অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, এবিষয়ে অবগত হয়েছি, এধরণের খেলার জন্য আমাদের থেকে অনুমতি নেওয়া হয়নি৷ এই খেলা খুব শিগগিরই বন্ধ করে দেওয়া হবে৷ আর যারা অনুমতি বা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এমন কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা,
উখিয়া কক্সবাজার,
০১৮৩৩-২৭০৭১৭৷

পাঠকের মতামত: