কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

এলাকায় তুমুল উত্তেজনা

উখিয়ায় মাদক কারবারীর হামলায় প্রভাষক আহত

প্রেস বিজ্ঞপ্তি::

উখিয়ায় সংঘবদ্ধ মাদক ও চোরাচালানীর হামলায় কলেজ প্রভাষক গুরুতর আহত হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে পার্শ্ববতর্ী বাড়ি থেকে দাওয়াত খেয়ে করইবনিয়া নিজ বাড়ী ফেরার
পথে সন্ত্রাসী হামলার শিকার হয়। এসময় তাদের আর্তচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে
এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় মৃত সৈয়দ কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম(৪১),
আজিজুর রহমানের ছেলে মনজুর আলম (৩২), আবু তাহেরের ছেলে মনজুর আলম (৩৫) সহ ৫ জনকে আসামী করে গতকাল রবিবার উখিয়া থানায় একটি অভিযোগ করেছে। আহত মোজাফ্ফর আহমদ গাছবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক।

তিনি জানান, এলাকায় মাদক, চোরাকারবারি, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডের বাঁধা দেওয়ার ঘটনায় এলাকার একটি প্রভাবশালী মাদক কারবারি চক্র স্বোচ্ছার হয়ে পরিকল্পিত ভাবে তার উপর হামলা চালায়। তার সহপাঠী ঢাকা ভার্সিটির ছাত্র মোঃ জাহেদুল ইসলাম, আবু রাশেদ নোমান, মোঃ ইরফান এঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুর মোরশেদ জানান, এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। এঘটনা নিয়ে এলাকার বৃহত্তর ছাত্র সমাজের
মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

পাঠকের মতামত: