কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ায় ‘রেড জোন’ চিহ্নিত করে যে এলাকাগুলো লকডাউন হচ্ছে!

কক্সবাজারের উখিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধ করণীয় বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উপস্হিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খান, উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার, উখিয়া উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: রঞ্জ্ন বড়ুয়া, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল -মামুন।

জানা যায়, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬, ৯নং ওয়ার্ড গুলোতে রেড এলার্ট জারি করা হবে।

এছাড়া পালংখালী ইউনিয়নের বালুখালীর ১নং, ৪ ও ৭নং ওয়ার্ড ও রত্নাপালং ইউনিয়নের কোটবাজারকে রেড এলার্ট করা হবে।

এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন, সন্ধ্যায় গণ বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী ১৪ দিন লক ডাউন থাকবে।

পাঠকের মতামত: