কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ায় রোহিঙ্গাদের সঙ্গে গাম্বিয়ার প্রতিনিধিদলের মতবিনিময়

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরির্দশন ও আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেছে গাম্বিয়ার একটি প্রতিনিধি দল। শুক্রবার সকালে কুতুপালং লিগ্যাল এইড ওয়ার্ল্ড ওয়াইড অফিসে রোহিঙ্গাদের সঙ্গে এ মতবিনিময় সভায় মিলিত হন তারা।

এ সময় ১৬ রোহিঙ্গা পুরুষ ও ৩২ রোহিঙ্গা মহিলার সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় রোহিঙ্গারা মিয়ানমারে সেনা-বিজিপির নির্যাতন, জুলুম, নিপীড়ন, হত্যা, গণধষর্ণের ঘটনার বিবরণ দেন। গাম্বিয়ার প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের কাছে জানতে চান তাদের দাবি-দাওয়া পূরণ হলে মিয়ানমারে ফিরে যাবে কিনা। প্রতি উত্তরে রোহিঙ্গারা জানান, তাদের নাগরিকত্ব, মৌলিক অধিকার, বসতভিটা, চলাচল, শিক্ষা ও সহায়সম্পত্তি ফেরত দিলে স্বদেশে ফেরত যাবে।

প্রতিনিধি দলটিকে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দায়েরকৃত মামলার সঙ্গে সম্পৃক্ত সাক্ষ্য ও তথ্য প্রমাণাদি সংগ্রহ করা হয়েছে বলে রোহিঙ্গারা জানিয়েছে। এরপর দুপুরে কুতুপালং ১৮নং ক্যাম্পে আইএমও সাইড ম্যানেজমেন্ট অফিস পরিদর্শন এবং সেখানে তিন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।জনকণ্ঠ

পাঠকের মতামত: