কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উখিয়ায় রোহিঙ্গাসহ তিন মাদক কারবারি গ্রফতার, অটোরিক্সা জব্দ

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫৷ এসময় একটি অটোরিক্সা জব্দ করা হয়৷ বৃহস্পতিবার (২৬ মে) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার থাইংখালির পুটিবনিয়া এলাকার আয়ুবুল ইসলামের ছেলে আবুল হাশেম (৩০), রোহিঙ্গা ক্যাম্প-১১ এর জি-২ ব্লকের মৃত মোহাম্মদ ওয়ারেছের ছেলে আমান উল্লাহ (২২) ও ক্যাম্প-১২ এর এইচ-৫ ব্লকের মোহাম্মদ ইলিয়াছের ছেলে মোঃ জোনায়েদ (১৬)৷

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উখিয়ার মিনি স্টেডিয়াম সংলগ্ন ইউনিয়ন ব্যাংকের সামনে রাত ১১ টায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে টেকনাফ থেকে আসা কক্সবাজার মুখি একটি অটোরিক্সাকে থামানোর সংকেত দিলে অটোরিক্সা ফেলে এক ব্যাক্তি চলে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তল্লাশি করে ৬ হাজার ইয়াবা ও অটোরিক্সা সহ একজনকে গ্রফতার কর হয়৷

একইদিন পালংখালীর বালুখালী মরাগাছতলা এলাকায় দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিকার করে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক কারবারি সাথে জড়িত আছেন৷

তিনি আরও জানান, আটককৃত আসামীদেরকে মাদক আইনে তাদের নামে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানা অফিসার ইনচার্জ আহম্মেদ সঞ্জুর মোরশেদ জানান, আটককৃতদের জেল হাজাতে প্রেরণ করা হয়েছে৷

পাঠকের মতামত: