কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় ৩৬ হাজার ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৬ হাজার ইয়াবাসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ছলিম, লালুর স্ত্রী নুর বাহার (৪১) ও তার দুই ছেলে। তারা ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

 

এছাড়া উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত সালেহ আহমদের ছেলে দিলদার হোসেন (৪০), নুর আলীর ছেলে খায়রুল আমিন (২২), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮-ওয়েস্টের বাসিন্দা হোসেনের ছেলে ইমাম হোসেন (২৫)।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অ্যাপস অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।

 

তিনি জানান, মাদক পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় ওই সাত মাদক পাচারকারী রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: