কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় ৪৩ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৪৩ দরিদ্র পরিবার । জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে খাস জমি বন্দোবস্ত সহ নতুন ঘর দেয়া হচ্ছে।

আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।

আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এক যোগে এসব নতুন ঘর হস্তান্তর করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব জানান, আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় মোট ২৬৩ টি ঘরের মধ্যে প্রথম পর্যায়ে গত ২৪ এপ্রিল ২২০ টি নতুন ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জালিয়া পালং ইউনিয়নে ৬৩ টি, রত্না পালং ইউনিয়নে ৩০ টি, হলদিয়া পালং ইউনিয়নে ২০ টি, রাজা পালং ইউনিয়নে ১০০ টি ও পালংখালী ইউনিয়নে ৫০ টি খাস জমি সহ নতুন ঘর উপকার ভোগীদের মাঝে বরাদ্দের জন্য চুড়ান্ত করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন জানান, সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের বাইলা খালি গ্রামে প্রধানমন্ত্রীর উপহার ৪৩ টি নতুন ঘর তৈরি সহ খাস জমি বন্দোবস্ত সম্পন্ন করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধনের পর পর উপকারভোগীরা ঘরে উঠতে পারবে।

পাঠকের মতামত: