কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

উখিয়ায় ৭ লাখ ৮৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

উখিয়া বার্তা ডেস্ক:: 
উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকার পালংখালী ইউনিয়নের হতদরিদ্র ১ হাজার পরিবার নিয়ে গঠিত ১১টি দলকে ৭ লাখ ৮৩ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেছে এনজিও
সংস্থা কোষ্ট ট্রাষ্ট।
প্রতিটি দলকে ৭১ হাজার ২শ’ টাকা করে অনুদানের টাকা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গতকাল বুধবার সকাল ১০ টায় উখিয়া প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বি করে তোলার লক্ষ্যে এ অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।
পালংখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার প্রসনজিৎ তালুকদার,
সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রফিক উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, কোস্ট ট্রাষ্টের টিম লিডার রেজাউল করিম, প্রকল্প সমন্বয়কারী তাহেরীমা আফরোজ। জামার্ন, মাস্টার ইন্টারন্যাশনাল ও কোষ্ট ট্রাষ্ট কতৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন কোষ্ট্র ট্রাষ্টের টেকনিক্যাল অফিসার মোঃ আরিফুল্লাহ।

পাঠকের মতামত: