কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

উখিয়া ও রামুর দুই মাদক পাচারকারী ইয়াবাসহ লোহাগাড়ায় আটক

জাহেদ হাসান::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাদক বিরোধী চলমান অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ রামু ও উখিয়ার দুই মাদক পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
গতকাল (১৩ ডিসেম্বর) রবিবার দুপুরে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের নির্দেশনায় এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল মহাসড়কের চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো- কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালীর মৃত আব্দুর রশীদের পুত্র আইয়ুব আলী (২২) ও কক্সবাজার রামু জোয়ারিয়ানালা   ইউনিয়নের সালেহ আহম্মদের পুত্র মো.শাহজাহান (২০)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত: