কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক অজিত দাশ

অধ্যাপক অজিত দাশ উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছেন। ৮ জুলাই আনুষ্টানিক ভাবে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। অধ্যাপক অজিত দাশ জানান,মূলত আমাদের অধ্যক্ষ মহোয়দ বর্তমানে অবসরে আছেন সে হিসাবে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্বে আছি তবে এতদিন আমি অধ্যক্ষ মহোদয়ের চেয়ারের পাশের একটি চেয়ারে বসে দাপ্তরিক কাজ করেছি কিন্তু আজ বুধবার ৮ জুলাই কলেজ পরিচালনা কমিটির সদস্যরা এসে অধ্যক্ষের চেয়ারে বসান। তিনি কলেজ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক অজিত দাশ ১৯৯১ সালে উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষকরা মধ্যদিয়ে শিক্ষক শুরু করেন। পরে কক্সবাজার সিটি কলেজ এবং উখিয়ার রাজাপালং এমদাদুল আলম ফাজিল মাদ্রাসায়ও শিক্ষকরা করেন। অত্যন্থ বিনয়ী এবং ভদ্র অধ্যাপক অজিত দাশ ২০০৪ সালে জেলার শ্রেষ্ট শিক্ষক হিসাবে রাষ্ট্রিয় স্বীকৃতী লাভ করেন।

এছাড়া ২০১৩ সাল থেকে তিনি উখিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক অজিত দাশ কক্সবাজার শহরের বিকেপাল সড়কের বাসিন্দা সদর্শন দাশ এবং রেনু প্রভা দাশের সন্তান।

পাঠকের মতামত: