কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উখিয়া থেকে ভাসানচরের পথে এক হাজার রোহিঙ্গা

দেড় মাস পর আবারও কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরগুলো থেকে প্রায় এক হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাসযোগে উখিয়া কলেজ মাঠ থেকে এসব রোহিঙ্গা চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

সোমবার (১৭ অক্টোবর) সকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে তাদের ভাসানচরে পৌঁছে দেওয়া হবে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন।

তিনি বলেন, “প্রায় দেড় মাস পর আবারও কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে প্রায় এক হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হচ্ছে।”

এসব রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছেন উল্লেখ করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, “ভাসানচরের জীবনযাত্রা এখানকার চেয়ে উন্নত হওয়ায় সেখানে যেতে রোহিঙ্গাদের আগ্রহ বাড়ছে।”

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে ১৬ দফায় ৩০ হাজারের বেশি রোহিঙ্গা ভাসানচরে গেছেন।

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা,
উখিয়া কক্সবাজার,
০১৮৩৩-২৭০৭১৭৷

পাঠকের মতামত: