কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়া প্রেসক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::

২৬ শে মাচ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার বিকালে উখিয়া প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উখিয়া প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারুক আহমদ। বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী , সাংস্কৃতিক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কোভিদ বাচ্চু ও কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক চৌধুরী আবু।
বক্তরা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র স্বাধীনতাকামী বাঙালির উপর হত্যাযজ্ঞ চালায়৷  দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমরা এক স্বাধীন দেশ পেয়েছি । লাল সবুজের মানচিত্রের ভুকন্ঠে স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছি। বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা বক্তারা আরো বলেন, স্বাধীনতার ৫০ বছরে আজ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতেছি।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে উখিয়া প্রেসক্লাবের পক্ষে শহীদ মিনারে পুস্পস্তক অর্পন করা হয়৷

পাঠকের মতামত: