কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

একুশ অমর হৃদে : কাজী বাচ্চু

প্রথম শিখিনি বর্ণ “অ-ক” বলে
“অ-আ-ক”শিখেছি পাঠে স্কুলে,
বর্ণ তোমায় বলেছি প্রারম্ভে-
“মা”বলে মায়ের মমতা কোলে।

বর্ণ তোমায় শৈশবে বলেছি
কত অজানা ত্রুটি আর ভুলে,
বাবার মুখে শুনতাম মুগ্ধতায়
বাবার স্নেহের বাহুতে ঝোলে।

মায়ের মুখের শেখা বর্ণ
কাড়তে চেয়েছে পাক সৈন্য,
চালিয়েছে বুলেট ঘাতীরা নির্বিচারে
রফিক,সালাম,বরকত,জব্বার অনেকেই-
দিয়েছিল প্রাণ অকাতরে।

পেয়েছি তোমার গভীরে খোঁজে
হৃদয়ের; বাংলা মায়ের ভাষা,
শহীদের রক্তে অর্জিত তুমি
তোমায় ঘিরে শত স্বপ্ন আশা।

তোমায় বাঁচাতে কত ভায়েরা
করেছে জীবন উৎসর্গ,
তাদেরকে যেন বিধাতা করুণায়
পরকালে দেন শ্রেষ্ট স্বর্গ।

তোমায় পেতে প্রাণ দিতে তারা
করেনি একটুও দ্বিধা,
বাংলার যত আবাল-বৃদ্ধ,ছাত্র-জনতা
রেখে স্বরণে-
জানাবে স্মৃতিতে শ্রদ্ধা।

 

কাজী বাচ্চু
সদস্য, উখিয়া প্রেসক্লাব          ২১-০২-২০২ ইং
উখিয়া-কক্সবাজার

পাঠকের মতামত: