কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

এক মাসেই টেকনাফে ১০ কোটি ৫২ লাখ টাকার ইয়াবা ও চোরাই পণ্য জব্দ

আব্দুস সালাম, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফ সীমান্তে গত মে মাসে বিজিবির অভিযানে ১০ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৭২১ টাকা মূল্যের ৩ লাখ ৪০ হাজার ৬২৩ ইয়াবা ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এসব জব্দের ঘটনায় বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত ও ৫ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় মোট ১৪টি মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, গত মে মাসে সীমান্ত ও চেকপোস্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করে।

এছাড়া বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে ৩৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা, ১৬ বোতল মিয়ানমারের মদ, ১২ বোতল লেজার বিয়ার জব্দ করা হয়।

এতে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ লাখ ৩ হাজার ৮২১ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

দুইটি মামলা দায়ের করা হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, বিজিবির জওয়ানরা সীমান্তে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি বন্দুক, দুই রাউন্ড কার্তুজের খালি খোসা ও একটি ধারালো কিরিচ উদ্ধার করেছে। তবে সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছে।

পাঠকের মতামত: