কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

এনজিও কর্মীদের রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে বাধা স্থানীয়দের

কক্সবাজারের টেকনাফে চাকরিতে অগ্রাধিকারসহ নানা দাবিতে এনজিও কর্মীদের রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে বাধা দিচ্ছেন স্থানীয়রা।
বিষয়টি মীমাংসা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কিছুক্ষণের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

আজ সোমবার সকাল সাতটা থেকে কাফনের কাপড় পরে টেকনাফ সড়কের উখিয়ার থাইংখালী এলাকায় অবস্থান নেয় স্থানীয় লোকজন।

এ সময় তারা প্রতিটি গাড়ি তল্লাশি করে এনজিও কর্মীদের ক্যাম্পে ঢুকতে বাধা দেয়। তাদের দাবি, এমএসএস’সহ কয়েকটি এনজিও সংস্থা স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের নিয়োগ দিয়েছে।

গত চার/পাঁচ মাস ধরে স্থানীয়রা বিষয়টি শরণার্থী কমিশনার কার্যালয়, বিভিন্ন এনজিও সংস্থা ও স্থানীয় প্রশাসনের কাছে জানিয়ে আবেদন জানিয়েছিল।

এসময় তাদের চাকরিসহ নানা অধিকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও প্রশাসনসহ এনজিও সংস্থাগুলো দাবি বাস্তবায়ন না করায় আন্দোলনে নামার কথা জানান বিক্ষোভকারীরা।

পাঠকের মতামত: